আই লিগে ইস্টবেঙ্গলকে রানার্স করিয়ে চলে গিয়েছিলেন গোয়ার বাড়িতে। কিন্তু আগামী মরসুমে লাল-হলুদে তিনিই কোচের পদে থাকছেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি করে চলেছেন আর্মান্দো কোলাসো। যদিও রবিবার রাত পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা আশাবাদী, আগামী মরসুমে আর্মান্দোই তাঁদের কোচ হিসেবে থাকবেন।
আর্মান্দো রবিবার এক এসএমএসে জানিয়েছেন, “আমি চার্চিল ব্রাদার্সে যোগ দিয়েছি।” যদিও চার্চিল ব্রাদার্সের শীর্ষ কর্তা চার্চিল আলেমাও গোয়ান কোচের এই বক্তব্য মানতে নারাজ। গোয়ার দলটির শীর্ষ কর্তা এ দিন আনন্দবাজারকে ফোনে বলেন, “আর্মান্দোর সঙ্গে কথা হয়নি। আগামী মরসুমে চার্চিলের কোচ ঘানার এডওয়ার্ড আনসা।” যা ধোঁয়াশা আরও তীব্র করেছে।
লাল-হলুদ কর্তারা অবশ্য আশাবাদী, আগামী মরসুমে ইস্টবেঙ্গলেই থাকবেন আর্মান্দো। কেউ কেউ মনে করছেন, মজা করেই এ রকম এসএমএস পাঠিয়ে থাকতে পারেন তিনি। সোমবারই পাঁচ বারের আই লিগ জয়ী আর্মান্দোর সঙ্গে কথা বলতে গোয়া উড়ে যাচ্ছেন ফুটবল সচিব ও লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলছেন, “আর্মান্দোর সঙ্গে কথা হয়েছে। আমরা একেবারেই চিন্তিত নই। দল নিয়ে কথা বলতেই গোয়া যাচ্ছি আমরা।”
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK