লাল-হলুদ কর্তারা অবশ্য আশাবাদী, আগামী মরসুমে ইস্টবেঙ্গলেই থাকবেন আর্মান্দো। কেউ কেউ মনে করছেন, মজা করেই  এ রকম এসএমএস পাঠিয়ে থাকতে পারেন তিনি। সোমবারই পাঁচ বারের আই লিগ জয়ী আর্মান্দোর সঙ্গে কথা বলতে গোয়া উড়ে যাচ্ছেন ফুটবল সচিব ও লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা।  ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলছেন, “আর্মান্দোর সঙ্গে কথা হয়েছে। আমরা একেবারেই চিন্তিত নই। দল নিয়ে কথা বলতেই গোয়া যাচ্ছি আমরা।”