দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। আজ সন্ধে ছটায় রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বিকেলের পর রাষ্ট্রপতি ভবনে আসতে শুরু করেন অতিথি-অভ্যাগতরা। মোদির শপথে সাক্ষী থাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দ রাজাপক্ষে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী লিয়নচেন শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরলা, মলদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আব্দুল গায়ুম, বাংলাদেশের স্পিকার শিরিন শর্মিন চৌধুরী। ছিলেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ছিলেন বিজেপির প্রবীন নেতা লালকৃষ্ণ আডবাণী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম, প্রতিভা পাটিল, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, লোকসভার বিদায়ী অধ্যক্ষ মীরা কুমার সহ অন্যান্য বিশিষ্টরা। ছিলেন বলিউড তারকা  ধর্মেন্দ্র ,জিতেন্দ্র, বিবেক ওবেরয়, সংগীত শিল্পী বাপি লাহিড়ী, হেমা মালিনী প্রমুখ। এছাড়াও ছিলেন শত্রুঘ্ন সিনহা।

0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK