ছুটির মেজাজে রবিবারের দিনটি শুরু করেছিলেন টোকিওবাসীরা। কিন্তু সেই আনন্দ যে আতঙ্কের পরিবেশে পরিণত হবে তা ভাবতেও পারেননি তাঁরা। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে টোকিও। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। ওই দিন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। তবে সুনামির সতর্কবার্তা জারি করেনি প্রশাসন। জাপান আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের উত্স ছিল রাজধানী শহরের দক্ষিণ-পশ্চিমে ইজু ওশিমা দ্বীপে ১৫৫ কিলোমিটার গভীরে। ২০১১-র মার্চের পর দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল টোকিওয়। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েক দিন ছোট ছোট কম্পন হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে শহরবাসীকে।
২০১১-র মার্চ মাসে রিখটার স্কেলে ৯ তীব্রতাযুক্ত ভূমিকম্পে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল জাপানের বুকে। মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার মানুষের। রবিবারের কম্পন পুরনো স্মৃতি ফের উস্কে দিয়ে আতঙ্কের আবহ তৈরি করেছে বলে এক টোকিওবাসী জানান।
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK