কোহলির আগ্রাসী মনোভাব

    ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম শতরানের মালিক কোহলি কোনও ম্যাচের আগেই মানসচক্ষে দেখে নেন তিনি কোন বোলারকে কীভাবে খেলছেন।  এবিষয়ে কোহলি বলেছেন, আমি অনেক কিছুই মনে মনে ভেবে নিয়ে ম্যাচের জন্য প্রস্তুতি নিই।
    কোহলি বলেছেন, খেলার মধ্যে ঢুকে যাওয়াটাই তাঁর শক্তি। একইসঙ্গে আগ্রাসী মনোভাবও তাঁর শক্তি। তবে এখন ওই আগ্রাসী মনোভাব অনেকটাই নিয়ন্ত্রিত। আর এই আগ্রাসন মাঠে খেলার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেন কোহলি।

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets