তৃতীয় দফার ভোটে যে-৫০টি বুথের তথ্য পাঠাতে পারেনি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বা সিইও-র দফতর

    নির্বাচন কমিশন বাংলায় তৃতীয় দফার ভোটে যে-৫০টি বুথের ছবি-সহ সবিস্তার তথ্য চেয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বা সিইও-র দফতর রবিবার সন্ধ্যা পর্যন্ত তা পাঠাতে পারেনি। ওই দফতরের কর্তারা জানান, ওই সব বুথ ছড়িয়ে আছে হাওড়া, হুগলি, বর্ধমান ও বীরভূম জেলায়। ওই চার জেলার রিটার্নিং অফিসারদের দ্রুত সব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা থেকে তথ্য এলেই কমিশনের সদর দফতরে পাঠিয়ে দেওয়া হবে।

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets