ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, দমদম, দিঘা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুর।

    বুধবার রাতে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা।দিল্লি, সংলগ্ন এনসিআর, উত্তর ভারতের নানা জায়গায়ও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে বলে খবর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। প্রাথমিক রিপোর্টে প্রকাশ, ভূমিকম্পের উত্সস্থল বঙ্গোপসাগর এলাকা।কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ সেকেন্ড কম্পন স্থায়ী হয়েছে।তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে নানা এলাকায়।যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি গভীর রাত পর্যন্ত।
    আজ রাত ৯টা ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয় কলকাতায়৷ কেঁপে ওঠে ফুলবাগান, দমদম, কালিন্দী, লেকটাউন, গড়িয়াহাট, চেতলা, বেহালা, টালিগঞ্জ-সহ বিভিন্ন এলাকা৷ বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন৷ কলকাতার পাশাপাশি কেঁপে ওঠে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুরও৷ আতঙ্কিত হয়ে পড়েন দিঘার পর্যটকরা৷
    ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, রাঁচি, গয়া, ভুবনেশ্বর, বিশাখাপত্তনমও৷ কম্পনের জেরে আতঙ্ক ছড়ায় পুরীর পর্যটকদের মধ্যেও৷ হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ৷

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets