রাজস্থান ক্রিকেট সংস্থাকে সাসপেন্ড করল বিসিসিআই
ললিত মোদী রাজস্থান ক্রিকেট সংস্থার সভাপতি পদে নির্বাচিত করার কয়েক ঘন্টার মধ্যেই রাজস্থান ক্রিকেট সংস্থাকে সাসপেন্ড করল বিসিসিআই৷ বোর্ডের সংবিধানের ৩২ এর ৭ নম্বর ধারায় রয়েছে বোর্ডের নিয়ম না মানলে কোনও ক্রিকেট সংস্থাকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সাসপেন্ড করতে পারেন বোর্ড প্রেসিডেন্ট৷ এক্ষেত্রে বিসিসিআইয়ের অন্তবর্তী সভাপতি শিবলাল যাদব সিদ্ধান্ত নেন রাজস্থান ক্রিকেট সংস্থাকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করার৷ তবে সাসপেন্ড হওয়ার পর রাজস্থান ক্রিকেট সংস্থা আদালতে গেলে নতুন আইনি লড়াই শুরু হতে চলেছে৷ ললিত মোদীর সংস্থার আদালতের দারস্থ হওয়ার সম্ভাবনাই বেশী৷
A forenight newspaper. Powered by Blogger.
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK