মোদী 'আমাকে বাংলা থেকে তাড়ান' বলে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদী 'আমাকে বাংলা থেকে তাড়ান' বলে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বারাসত, বনগাঁ এবং বেড়াচাঁপায় তিনটি নির্বাচনী জনসভায় মমতার আক্রমণের মূল লক্ষ্যই ছিলেন মোদী৷ তুলনায় তিনি অনেক কম আক্রমণ করেছেন সিপিএম এবং কংগ্রেসকে৷
শ্রীরামপুরের সভায় গত ২৭ এপ্রিল মোদী বলেছিলেন, ১৯৪৭ সালের পর যাঁরা বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন, তাঁরা বাক্স-প্যাঁটরা নিয়ে তৈরি থাকুন৷ ১৬ মে'র পর সবাইকে ফেরত পাঠাব৷' ওই সভার পর মোদীর ভাষণ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে৷ মোদীর উদ্দেশে মমতা বলেন, 'ক্ষমতা থাকলে আগে আমাকে বাক্স-প্যাঁটরা নিয়ে রাজ্য থেকে তাড়ান৷ তার পর বাংলার মা-বোনেদের গায়ে হাত দেবেন৷ টাচ মি, ইফ ইউ ক্যান৷ একটা লোককে তাড়ানোর সাহস নেই, বাঙালি তাড়াতে এসেছেন৷'
A forenight newspaper. Powered by Blogger.
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK