নরেন্দ্র মোদিকে ‘জাল ওবিসি’ বলে আক্রমণ করল কংগ্রেস
নরেন্দ্র মোদিকে ‘জাল ওবিসি’ বলে আক্রমণ করল কংগ্রেস সনিয়া গাঁধীর দলের অভিযোগ, মোদি আসলে উচ্চবর্ণের লোক।রাজনৈতিক ফায়দা তুলতে নথি জাল করে ওবিসির ভেক ধরেছেন!।সোমবার নবম ও শেষদফার ভোটগ্রহণের মুখে মোদির বিরুদ্ধে এহেন চাঞ্চল্যকর অভিযোগ তুলে তাঁকে বিপাকে ফেলতে তত্পর কংগ্রেস।বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগটি যাঁকে দিয়ে কংগ্রেস তুলিয়েছে, তিনি মোদির কট্টর বিরোধী বলে পরিচিত শক্তিসিংহ গোহিল বারাণসী সমেত উত্তরপ্রদেশ ও বিহারের যে কেন্দ্রগুলিতে সোমবার ভোট হতে চলেছে, সেগুলিতে জাতপাত, বর্ণের ফ্যাক্টর কাজ করে।ওবিসি রাজনীতির সুতিকাগার বলে পরিচিত হিন্দি বলয়ের ভোটারদের সামনে মোদির স্বরূপ তাঁরা ‘উন্মোচন’ করতে চান বলে জানিয়েছেন গোহিল তিনি বলেছেন, ইদানীং অত্যন্ত নীচু স্তরের রাজনৈতিক গিমিক দিতে দেখা যাচ্ছে মোদিকে।ওবিসি পরিচিতিকে সামনে নিয়ে আসতে মরিয়া হয়ে চেষ্টা করছেন তিনি।সহানুভূতি কুড়োনোই উদ্দেশ্য তাঁর।কিন্তু আসলে মোদি ওবিসি নন।তিনি ধনী, সমৃদ্ধশালী মোদ ঘাঞ্চিস গোষ্ঠীর প্রতিনিধি।মোদি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওই গোষ্ঠীটি কোনওদিনই সংরক্ষণের সুবিধা পেত না কেননা ওরা ওবিসি তালিকাতেই ছিল না
A forenight newspaper. Powered by Blogger.
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK