‘মধুচন্দ্রিমা’ : রামদেবকে আদালত আগাম ১০ লক্ষ টাকা জমা রাখতে বলেছে
রামদেবকে আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।দলিতদের ঘরে যাওয়া নিয়ে রাহুল গাঁধী সম্পর্কে তাঁর আপত্তিকর ‘মধুচন্দ্রিমা’ মন্তব্যের জন্য  দেশের বিভিন্ন জায়গায় যোগগুরুর বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত যেসব রাজ্যে রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, সেখানকার পুলিশকেও এ ব্যাপারে নোটিস পাঠিয়েছ শীর্ষ আদালতের বিচারপতি আর এম লোধার বেঞ্চ।একইসঙ্গে বেঞ্চ বলেছে, মামলার মেরিট অর্থাত বৈধতা নিয়ে অবশ্য আমরা কোনও মতামত জানাচ্ছি না।রামদেবকেও আদালত আগাম ১০ লক্ষ টাকা জমা রাখতে বলেছে।যাঁরা তাঁর ওই মন্তব্য নিয়ে মামলা ঠুকেছেন, তাঁদের যাতায়াতের খরচ মেটানো হবে ওই টাকা থেকে।
A forenight newspaper. Powered by Blogger.
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK