বারাসাত, দমদম, শ্রীরামপুর, মহেশতলা ও ব্যারাকপুর - ৫ টি নতুন কর্পোরেশন হচ্ছে।

    রাজ্য মন্ত্রিসভার বৈঠকে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, 
    রাজ্যে নতুন ৫ টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হচ্ছে।

    কাজের পরিধি বাড়ানো হচ্ছে হাওড়া, চন্দননগর, আসানসোল কর্পোরেশনের।

    বালি পুরসভাকে এবার নিয়ে আসা হচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায়। 
    রানিগঞ্জ, কুলটি, জামুরিয়া আসছে আসানসোল কর্পোরেশনের অধীনে।
    উত্তরপাড়া, কোন্ননগর ও রিষড়া পুরসভা - চন্দননগরের অধীনে থাকবে।

    যে যে মিউনিসিপ্যালিটি নিয়ে নতুন কর্পোরেশন তৈরি হচ্ছে সেগুলি হল--

    দমদম- কামারহাটি, খড়দহ, পানিহাটি, দমদম, উত্তর দমদম।
    বারাসত- রাজারবাট-গোপালপুর, বারাসত, নিউ ব্যারাকপুর।
    শ্রীরামপুর- বাঁশবেড়িয়া, চুঁচুড়া, ভদ্রেশ্বর, চাঁপদানি, বৈদ্যবাটি।
    মহেশতলা- ভোজালি, মহেশতলা, আমতলা, সাতগাছিয়া।
    ব্যারাকপুর- টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া, গারুলিয়া, নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিশহর।

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets