এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেই হুমকি !সারদা কেলেঙ্কারির তদন্তে যুক্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি ) তদন্তকারীদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ বৃহস্পতিবার দিল্লিতে ইডি -র বার্ষিক অনুষ্ঠানেও বিষয়টি নিয়ে একাধিক কর্তা আলোচনা করেন বলে ইডি সূত্রে খবর৷ বিষয়টি বিধাননগর সিটি পুলিশকেও জানানো হয়েছে৷
সুদীন্ত সেনের দ্বিতীয় স্ত্রী পিয়ালি সেন ও প্রথম পক্ষের ছেলে শুভজিত্কে ইডি গ্রেন্তার করার পরেই তদন্ত নতুন দিকে মোড় নেয়৷ পিয়ালির নামে সল্টলেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় থাকা একটি ভল্ট খোলা নিয়ে বিধাননগর পুলিশের অতি তত্পরতা সন্দেহের মাত্রা বাড়ায়৷ শাসকদলের নেতারা প্রকাশ্যেই ইডি -র তদন্তের সমালোচনায় মুখর হন৷ তার পর থেকেই ইডি -র অফিসে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ তদন্তের নামে বাড়াবাড়ি করা হচ্ছে বলে হুমকি দেওয়া হচ্ছে ফোনে৷ তৃণমূলকে ফাঁসাতে ইডি রাজনীতির বোড়ে হিসেবে কাজ করছে বলেও হুমকি পাচ্ছেন অফিসাররা৷ এমনকি , বেশি বাড়াবাড়ি করলে অফিসারদের পরিবার নিয়ে কলকাতায় থাকায় অসুবিধা হতে পারে বলেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ শুক্রবার দিল্লিতে ইডি -র অনুষ্ঠানে হাজির ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আর্থিক তছরুপর ঘটনায় এ বছর ইডি ১৭৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়ান্ত করেছে৷ যা সর্বকালীন রেকর্ড বলে জানাচ্ছেন আধিকারিকরা৷ তাদের কাজের জন্য রাষ্ট্রপতিও প্রশংসা করেছেন ইডি -র কর্মী -অফিসারদের৷ ইডি সূত্রে খবর , বৃহস্পতিবার দিল্লির অনুষ্ঠানেই কলকাতায় হুমকি ফোনের বিষয়টি নিয়ে নিজেদের আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষকর্তারা৷ পরিস্থিতির দিকে নজর রেখে তাঁদের কাজ করতে বলা হয়েছে বলে জানাচ্ছেন কলকাতার অফিসাররা৷
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK