ম্যাচের পরে তিনি সাংবাদিকদের কাছে আগামী মরসুমে ইস্টবেঙ্গলের দলের একটা ছবি আঁকার চেষ্টা করে যান৷ বললেন , ‘র্যান্টি মার্টিন্স আসছে৷ পিটার কার্ভালহো , ভ্যালেরিয়ান রেবেলো ও দেবব্রত রায়রা আসবে , যদি আমি থাকি৷ ’ কিন্ত্ত আপনি কি নিজে থাকবেন ? এ কথা বলা হলে আর্মান্দো উবাচ , ‘বাড়ি গিয়ে সিদ্ধান্ত নেব স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলে৷ ’ক্লাব সূত্রের খবর হল , আজ ভোরেই গোয়া চলে যাবেন কোলাসো৷ তাঁর সঙ্গে কথা বলতে গোয়ায় যাওয়ার কথা কর্তাদের৷ তবে এ নিয়েও বিভ্রান্তি তৈরি করে রাখলেন কোলাসো৷ ক’দিন কলকাতায় আছেন ? জবাবে কোলাসোর একবার মন্তব্য , ‘ভাবছি , ক্লাবের জুনিয়র দলের কোচদের সঙ্গে তিন দিন কাজ করার পর গোয়া যাব৷ ’ পরক্ষণেই বললেন , ‘পরের বার এসেও কাজ করতে পারি৷ এটা গুরুত্বপূর্ণ বিষয়৷ এটা নিয়ে কাজ করেছি৷ আমার বই আছে৷ চাই , ক্লাবকে সাহায্য করতে৷ ’ অনেক কর্তা বিভ্রান্ত , কোলাসো আর ফিরবেন কিনা৷ ময়দানে জোর আলোচনা , তিনি আর আসবেন না৷ তবে ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন , ‘কোচের সঙ্গে কথা বলে খুশি৷ উনি কথা দিয়েছেন , পরের মরসুমের দায়িত্ব নেবেন৷ উনি গোয়ায় যাওয়ার পরে যোগাযোগ করে দল তৈরি করে নেব৷ আর্মান্দোকেই আমরা চাই৷ ’ফুটবল সচিব এ কথা বললেও ক্লাব কর্তাদের নানা কাজে কোচ বীতশ্রদ্ধ৷ প্রথম থেকেই তিনি থাকার সময় যে ভাবে ট্রেভর মর্গ্যানকে আনার চেষ্টা হয়েছে , তা ভালো ভাবে নেননি তিনি৷ কিছু সিনিয়র ফুটবলারের আচরণ নিয়েও অখুশি তিনি৷ সে সময় কর্তারা তাঁর পাশে ছিলেন না৷ তবে কোলাসো শেষ পর্যন্ত কর্তাদের বলে গিয়েছেন , তাঁর সঙ্গে যাই ঝামেলা হোক না , চিডি -সুয়োকাদের দলে রাখা উচিত৷ দলে ঘনঘন বদল হলে ফল ভালো হয় না৷ যে সিনিয়ররা তাঁর সঙ্গে ঝামেলা করেছিলেন , তাঁদেরও রাখতে বলেছেন৷ এ দিন আর্মান্দো বললেন , ‘ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে অনেক কিছু শিখেছি৷ ’ থাকলে আরও কিছুূ শিখতে পারবেন , এক সাংবাদিক এ কথা বললে ম্লান হাসি ইস্টবেঙ্গল কোচের মুখে৷ দল ম্যাচ পয়েন্ট গোল পার্থক্যবেঙ্গালুরু এফসি ২৪ ৪৭ ৪২ -২৮ইস্টবেঙ্গল ২৪ ৪৩ ৩৯ -২৩সালগাওকর ২৪ ৩৯ ৩৬ -২৫ডেম্পো ২৪ ৩৫ ৩১ -২৫স্পোর্টিং ক্লুব ২৪ ৩৪ ৩৪ -৩৪শিলং লাজং ২৪ ৩৩ ৩৫ -৩৭পুনে এফসি ২৪ ২৯ ২৮ -৩২মোহনবাগান ২৪ ২৮ ২৩ -২৪মুম্বই এফসি ২৪ ২৮ ৩১ -৩২ইউনাইটেড স্পোর্টস ২৪ ২৬ ২২ -৩২চার্চিল ২৪ ২৫ ২৫ -৩৭রাংদাজিয়েদ ২৪ ২৫ ২৯ -৩৮মহামেডান ২৪ ২৪ ২৭ -৩৫আই লিগে কে কোথায়৷ |
ইস্টবেঙ্গল ঃ আসছেন নানা তারকা, কলাসর থাকা নিয়ে ধোঁয়াশা।
A forenight newspaper. Powered by Blogger.

0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK