সারদিনের পরিশ্রম, কাজের চাপ l এসব থেকে মাঝে মাঝে মগজের বিশ্রাম দিতে পারলে বোধহয় ভালই হত l এবার থেকে চাইলে সেটাও হবে l শরীরের বিশ্রামের পাশাপাশি মগজকেও খানিক জিরোতে দিতে পারবেন আপনিও l কিভাবে ? বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন যেতে চাইলে মস্তিষ্কের স্নায়ুর কার্যকলাপ বন্ধ করা যাবে l বৈজ্ঞানিক ভাষায় পদ্ধতিটির নাম অপ্টজেনেটিক্স l  ২০০৫  সালে স্ট্যানফোর্ড বিজ্ঞানী কার্ল দেইসরথ আলোর ব্যবহার করে কিভাবে মস্তিষ্ক কোষকে সুইচ অন ও অফ করা যায় তা আবিষ্কার করেন l তিনি এর নামকরন করেন অপ্টজেনেটিক্স l  বিশ্বজুড়ে গবেষনায় দেখা গেছে , অপ্টজেনেটিক্স পদ্ধতি ব্যবহার করে ব্রেন, হার্ট ও স্টেম সেল বৈদ্যুতিক সংকেত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে l হালকা সংবেদনশীল প্রোটিন কোষকে জাগানোর ক্ষেত্রে কার্যকর হলেও  কোষকে ঘুম পাড়াতে ততটাও দক্ষ নয় l কিন্তু এবার দেইসরথ এর টিম এখন আগের চেয়ে উন্নত প্রযুক্তিতে আলোর মাধ্যমে মগজের  কোষকে বিশ্রাম দেওয়ার কাজে সফলতা লাভ করেছে l  
 ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ-এর কর্মকর্তা টমাস ইন্সেল জানিয়েছেন , নতুন এই উন্নত পদ্ধতি মস্তিষ্কের চিন্তা এবং আবেগ ও আচরনকে জানার জন্য গবেষকদের কাজে লাগবে l এই পদ্ধতিতে এটি মস্তিষ্কের সমস্যাযুক্ত অংশে চিকিত্সকদের ও বিজ্ঞানীদের গবেষনার কাজে সাহায্য করবে l 
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK