অনুপ্রবেশকারী ও শরণার্থী নিয়ে নিজের অবস্থান বজায় রাখলেন মোদী।

    শ্রীরামপুর, বাঁকুড়ার পরে এ বার কলকাতা। অনুপ্রবেশকারী ও শরণার্থী নিয়ে নিজের অবস্থান বজায় রাখলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারী ও শরণার্থীদের যে একই বন্ধনীতে ফেলা যায় না, বুধবার ফের সে প্রসঙ্গে বিশদ ব্যাখ্যা দিলেন তিনি। একইসঙ্গে বুঝিয়ে দিলেন, এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গ্রেফতারের যে দাবিই তুলুন না কেন, তাকে তিনি বিশেষ আমল দিচ্ছেন না। বুধবার রাজ্যে চতুর্থ দফার ভোট চলাকালীনই বিজেপি প্রার্থীর সমর্থনে কৃষ্ণনগর, বারাসত ও কলকাতার কাঁকুড়গাছিতে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসে নরেন্দ্র মোদী ফের বলেন, প্রথমে অনুপ্রবেশকারীদের বিরোধিতা করলেও ভোটের জন্য অনুপ্রবেশকারীদের সুযোগ-সুবিধা করে দিচ্ছে রাজ্য সরকার। এ দিন তিনি ফের বলেন, শরণার্থীরা এ দেশে আসতেই পারেন। তাঁদের নিয়ে কোনও সমস্যা নেই। শুধু বাংলা বা অসম নয়, ভারতবর্ষের অন্য রাজ্যেও তাঁদের জন্য ব্যবস্থা করা যেতে পারে। এই প্রসঙ্গেই ফের মমতাকে এক হাত নেন মোদী। তিনি মনে করিয়ে দেন, ২০০৫-এ মমতাই অনুপ্রবেশকারীদের বিরোধিতায় সংসদে সোচ্চার হয়েছিলেন। এই অনুপ্রবেশকারীদের প্রসঙ্গেই বামপন্থীদেরও সমালোচনা করতে ছাড়েননি তিনি। তাঁর কথায়: “দিদি ও বামপন্থীদের সেই পুরনো কথাই আমি আবার বলছি। তা হলে আমার এ কথার বিরোধিতা কি শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি?”

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets