বিজেপিকে ঠেকাতে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে আপত্তি নেই : সিপিআই-এর প্রবীন নেতা এবি বর্ধন
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে যখন সম্ভাব্য তৃতীয় বিকল্প নিয়ে জল্পনা তুঙ্গে ঠিক তখনই সিপিআই-এর প্রবীন নেতা এবি বর্ধন বললেন, বিজেপিকে ঠেকাতে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরতে আপত্তি নেই তাঁর। পশ্চিমবঙ্গে বামেদের চরম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রতি মনোভাব সম্পর্কে এভাবেই ভিন্নসুরে কথা বললেন সিপিআই-এর প্রাক্তন সাধারন সম্পাদক বর্ধন ।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন আটকাতে যদি একটি বিকল্প সরকার গঠন করতে হয় আর সেই সরকারের যদি শরিক মমতা হন তাহলে আপত্তির কিছু নেই বলেই মনে করছেন বর্ধন। বর্ধনের বক্তব্য, মোদিকে ক্ষমতার বাইরে রাখাটাই প্রধান লক্ষ্য। চলতি লোকসভা নির্বাচনে বামেদের শক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বর্ধন।
A forenight newspaper. Powered by Blogger.
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK