ডেটায় নাকি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত রয়েছে

    ৬৫০ পয়েন্ট বেড়ে বিএসই সেনসেক্স দিনের শেষে দাঁড়িয়ে ২২,৯৯৪.২৩ পয়েন্টে। এক সময় তো ২৩ হাজারের কোটাও পার করে গিয়েছিল সেনসেক্স। নিফটি দিনের শেষে ১৯৮.৯৫ পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ে রয়েছে ৬,৮৫৮ পয়েন্টে। সংবাদ মাধ্যমের খবর, এর পিছনেও রয়েছে 'মোদী এফেক্ট'। বেশ কিছু এজেন্সি তাদের জনমত সমীক্ষার ডেটা লিক করে দেওয়ায় এই রেকর্ড। ডেটায় নাকি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত রয়েছে। এই ইঙ্গিতেই যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও অপ্রত্যাশিত লাফ দিয়েছে সেনসেক্স ও নিফটি।

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets