হাসতে হাসতেই ছোট্ট নিয়াকে প্যারাশ্যুটের স্ট্র্যাপের সঙ্গে বেঁধে দিলেন তাঁর বাবা-মা। মাঝাপ্পিলাঙ্গাদ সৈকতের ভিড় দেখল, আতঙ্কিত শিশুটিকে জীবনের ঝুঁকি নিয়ে প্যারাসেইলিংয়ে ঠেলে দিলেন তার অভিভাবকরাই। সকলের চোখের সামনে মাটি ছেড়ে ৫০ ফিট উচ্চতায় প্রায় মিনিট দশেক ভেসে থেকে নয়া নজির গড়ল নিয়া। স্বভাবতই গর্বে উদ্ভাসিত মা সাফরিনা নিসাম। মাত্র ৮ বছর বয়সে কোঝিকোড়ে গড়া প্যারাসেইলিংয়ের তাঁর নিজস্ব রেকর্ড যে শেষ পর্যন্ত ভাঙতে পারল তাঁরই সন্তান! 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্নুরের জেলা পুলিশ প্রধান পি এন উন্নিরাজন। ঘটনার কয়েক ঘণ্টা পর সেই তিনিই আয়োজক সংস্থা মালাবার এয়ারো স্পোর্টস সোসাইটির বিরুদ্ধে মামলা দায়ের করার ঘোষণা করেছেন। অভিযোগ, শিশুর মানবাধিকার লঙ্ঘন করে তাকে জেনে-বুঝে বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্নুরের জেলা পুলিশ প্রধান পি এন উন্নিরাজন। ঘটনার কয়েক ঘণ্টা পর সেই তিনিই আয়োজক সংস্থা মালাবার এয়ারো স্পোর্টস সোসাইটির বিরুদ্ধে মামলা দায়ের করার ঘোষণা করেছেন। অভিযোগ, শিশুর মানবাধিকার লঙ্ঘন করে তাকে জেনে-বুঝে বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা।
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK