প্রতিবেদনটা পড়ার সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ অন করে রাখুন।
আপনার ফেসবুকের জীবন দিয়ে কত গঙ্গা বয়ে গিয়েছে! সাথী হয়েছে সুখ, দুঃখ, রাগ, আবেগ-অনুভূতির কত রঙ, কত কথা।
আপনার আপলোড করা সেইসব ছবিতে কত কথা ধরে রাখা আছে। ওই ছবিগুলো একসঙ্গে চোখের সামনে পরপর চলতে থাকলে, নিশ্চয়ই আবেতে আপ্লুত হয়ে উঠবেন।
ফেসবুকের নতুন টুল ঠিক সেই কাজটাই করেছে (এ লুক ব্যাক)। মাত্র ৬২ সেকেন্ডের মধ্যে আপনার প্রোফাইলে আপলোড করা সব ছবি ভিডিও আকারে দেখতে পাওয়া যাবে। যবে থেকে আপনি ফেসবুকে আছেন তখন থেকে আপনার আপলোড করা সব ছবি দেখা যাবে সেই ভিডিওতে।
আপনার ভিডিও দেখুন এই লিঙ্কে ক্লিক করে LOOKBACK
সবচেয়ে বেশী `লাইক`পাওয়া ছবিটিকে আপনি ফের দেখে নিন। আপনার ফেসবুক জীবনের এই ভিডি সবার সঙ্গে শেয়ারও করতে পারবেন। দারুণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও রয়েছে।
আপনার এই ভিডিওটিকে নিজের মতো করে এডিট করতে পারেন। তার হেল্প পেতে ক্লিক করুন এই লিঙ্কে Help FACEBOOK LOOKBACK
ক দিন আগেই হয়ে গেল ফেসবুকের ১০ বছরের জন্মদিন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ নিজে এ টুলের কথা ঘোষণা করে বলেন, এটা একটা ছোট্ট উপহার।

0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK