লন্ডন:  ভূতের সঙ্গে শারীরিক সম্পর্ক! এমনকি সম্ভব! একথা শুনে ভ্রু কোঁচকালেও বলিউডের এক অভিনেত্রী কিন্তু এমনই ‘আজব’ দাবি করেছেন। আর শুধু একবার নয়, দুদুবার। ভূতের সঙ্গে যৌন সম্পর্ক বেশ তারিয়ে উপভোগ করেছেন ওই হলিউড অভিনেত্রী নাতাশা ব্লাসিক। অন্তত এমনটাই দাবি ইউক্রেন জাত ওই অভিনেত্রীর।
প্রাক্তন মডেল নাতাশার দাবি, একদিন যখন তিনি ঘরে একা ছিলেন তখন অদৃশ্য কেউ যেন তাঁকে বিছানায় ফেলে দিয়ে তাঁর ওপর জোর খাটাল।
সংবাদসংস্থা এএফপি-র এক প্রতিবেদন অনুযায়ী ওই অভিনেত্রীর  দাবি, তিনি যখন একা ছিলেন আচমকাই যেন বাড়িতে কিছু একটা ঢুকেছে বলে অনুভব করলেন। তারপরই অদৃশ্য কোনও হাতের স্পর্শও অনুভব করলেন তিনি। সেই অদৃশ্য শক্তি তাঁকে ঠেলতে ঠেলতে বিছানায় নিয়ে গেল। শরীরের ওপর কেউ একজন যেন চেপে রয়েছে। কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। উঠে বসার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু পারছিলেন না। সম্পূর্ণ হতভম্ব হয়ে হাল ছেড়ে দেন তিনি। বাধা দেওয়ার চেষ্টা বন্ধ করলেন। তারপর সেই অদৃশ্য শক্তি তাঁর সঙ্গে সহবাস করল। এই অনুভূতি দারুন ছিল বলেও দাবি করেছেন নাতাশা। তিনি তা তারিয়ে উপভোগও করেছেন বলে জানিয়েছেন নাতাশা। এরপরও আরও একবার ওই অদৃশ্য শক্তি তাঁর ঘরে এসেছিল বলেও নতাশার দাবি।
হলিউডের আধিভৌতিক যৌনতায় বিশ্বাসী এক মনস্তত্ববিদকে সাক্ষাত্কার দিতে গিয়ে এই দাবি করেছেন নাতাশা। ওই মনস্তত্ববিদের দাবি, সারা বিশ্বেই এমন অনেকেই আছেন যাঁদের এধরনের অভিজ্ঞতা রয়েছে।
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK