শাসকদলের জয়ের মার্জিন ঃ পিছিয়ে পড়েছে বা নেমে গিয়েছে। ২য় স্থানে বিজেপি


    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপির তুলনায় ১১৫ ভোটে পিছিয়ে পড়েছে তাঁর দল৷
    যে সব কেন্দ্রে গত বিধানসভায় বামফ্রন্ট প্রার্থীদের হারিয়েছিলেন শাসকদলের নেতা -মন্ত্রীরা , সেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিজেপি৷
     কৃষিমন্ত্রী মলয় ঘটক আসানসোন -উত্তর বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে পড়েছে তৃণমূল৷
    যাদবপুর কেন্দ্রে বাম প্রার্থীর তুলনায় এ বার ৩০৮ ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল৷ 
    মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির কেন্দ্র ইংরেজবাজারেও বিজেপি প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়েছে তৃণমূল৷
    পার্থবাবুর বেহালা -পশ্চিম কেন্দ্রে ‘লিড ’ ৫৯ হাজার থেকে ২৩ হাজারে নেমে এসেছে৷, 
    সুব্রতবাবুর কেন্দ্র বালিগঞ্জে ৪১ হাজার থেকে ১৪ হাজার নেমে এসেছে৷ 
    জাভেদ খানের নির্বাচনী কেন্দ্র কসবায় ১৯ হাজার থেকে ১৫ হাজার নেমে এসেছে৷
    ফিরহাদ হাকিমের কলকাতা -পোর্ট কেন্দ্রে ২৫ হাজার থেকে মাত্র ৭ হাজারে নেমে এসেছে৷
    বেহালা -পূর্বে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রেও এই ব্যবধান ১৬ হাজার কমেছে৷ 
    রাসবিহারী কেন্দ্রে সরকারের মুখ্যসচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ের কেন্দ্রেও ব্যবধান ৪০ হাজার কমেছে৷ হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্রে শাসকদলের জয়ের মার্জিন প্রায় ৭ হাজার , 
    পরিবহণমন্ত্রী মদন মিত্রের কেন্দ্র কামারহাটিতে ১১ হাজার , 
    শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর কেন্দ্র রাজারহাট -গোপালপুরে ১২ হাজার , 
    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দমদমে ৮ হাজার 
    আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উত্তর দমদম কেন্দ্রে ১০ হাজার কমেছে৷ 


    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets