বিতকৃত মন্তব্য করে বিপাকে রামদেব


    সিমলা : রাহুল গান্ধী দলিত বাড়িতে ‘হানিমুন ’ সারতে যান বলার ফল ভুগেই চলেছেন বাবা রামদেব৷ নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে তাঁর প্রচার নিষিদ্ধ করার পর এ বার অন্য রাজগুলিও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল৷ হিমাচল প্রদেশে তাঁর যোগ শিবিরগুলি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার৷ আবার মহারাষ্ট্র ও রাজস্থানে তফসিলি জাতি -উপজাতি আইনে এফআইআর করা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ রামদেব অবশ্য দাবি করে যাচ্ছেন , তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে৷ আদালতে যাবেন বলেও জানিয়েছেন৷

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets